প্রথম খণ্ড — পূর্বকথা ও বাল্যজীবন

পরিশিষ্ট

পুস্তকস্থ ঘটনাবলীর সময়-নিরূপক তালিকা

সাল খ্রীষ্টাব্দ ঘটনা
১১৮১ ১৭৭৫ শ্রীযুক্ত ক্ষুদিরামের জন্ম।
১১৯৭ ১৭৯১ শ্রীমতী চন্দ্রাদেবীর জন্ম।
১২০৫ ১৭৯৯ শ্রীমতী চন্দ্রাদেবীর সহিত শ্রীযুক্ত ক্ষুদিরামের বিবাহ - ক্ষুদিরামের বয়স ২৪ বৎসর ও চন্দ্রাদেবীর বয়স ৮ বৎসর। সন ১২৮২ সালে ৮৫ বৎসর বয়সে চন্দ্রাদেবীর মৃত্যু।
১২১১ ১৮০৫ শ্রীযুক্ত রামকুমারের জন্ম। অতএব রামকুমার ঠাকুরের অপেক্ষা ৩১ বৎসরের বড়।
১২১৬ ১৮১০ শ্রীমতী কাত্যায়নীর জন্ম।
১২২০ ১৮১৪ শ্রীযুক্ত ক্ষুদিরামের কামারপুকুরে আসিয়া বাস করা। তখন ক্ষুদিরামের বয়স ৩৯ বৎসর।
১২২৬ ১৮২০ রামকুমারের ও কাত্যায়নীর বিবাহ।
১২৩০ ১৮২৪ শ্রীযুক্ত ক্ষুদিরামের ৺রামেশ্বর-যাত্রা।
১২৩২ ১৮২৬ শ্রীযুক্ত রামেশ্বরের জন্ম। অতএব তিনি ঠাকুরের অপেক্ষা ১০ বৎসরের বড়।
১২৪০ ১৮৩৪ ২৪ বৎসর বয়সে কাত্যায়নীর শরীরে ভূতাবেশ।
১২৪১ ১৮৩৫ শ্রীযুক্ত ক্ষুদিরামের ৺গয়াদর্শন। তখন তাঁহার বয়স ৬০ বৎসর।
১২৪২ ১৮৩৬ ৬ই ফাল্গুন, শ্রীশ্রীরামকৃষ্ণদেবের জন্ম ব্রাহ্মমুহূর্তে।
১২৪৫ ১৮৩৯ সর্বমঙ্গলার জন্ম।
১২৪৯ ১৮৪২ শ্রীযুক্ত ক্ষুদিরামের দেহত্যাগ, ৬৮ বৎসর বয়সে। তখন ঠাকুরের বয়স ৭ বৎসর।
১২৫৪ ১৮৪৮ রামেশ্বর ও সর্বমঙ্গলার বিবাহ।
১২৫৫ ১৮৪৯ শ্রীযুক্ত রামকুমারের পুত্র অক্ষয়ের জন্মান্তে ৩৬ বৎসর বয়সে তৎপত্নীর মৃত্যু। তখন রামকুমারের বয়স ৪৪ বৎসর।
১২৫৬ ১৮৫০ শ্রীযুক্ত রামকুমারের কলিকাতায় টোল খোলা।
১২৫৯ ১৮৫৩ ঠাকুরের কলিকাতায় আগমন ও ঝামাপুকুর চতুষ্পাঠীতে বাস।
১২৬২ ১৮৫৫ দক্ষিণেশ্বর কালীবাটী প্রতিষ্ঠা।
১২৬৩ ১৮৫৭ শ্রীযুক্ত রামকুমারের মৃত্যু (৫২ বৎসর বয়সে)।