শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংস (১৮৩৬ - ১৮৮৬)

শ্রীশ্রীরামকৃষ্ণ-পুঁথি

(শ্রীশ্রীভগবান রামকৃষ্ণ পরমহংসদেবের চরিতামৃত)

শ্রীঅক্ষয়কুমার সেন প্রণীত

স্বামি বিবেকানন্দের অভিমত
তত্‌কালীন সংবাদপত্রে প্রকাশিত পর্যালোচনা

১ রামকৃষ্ণাবতারস্তোত্রম্‌
২ পেনেটির মহোৎসবে আগমন এবং কলুটোলায় চৈতন্য-আসন-গ্রহণ
৩ হৃদয়ের ৺দুর্গোৎসব এবং মথুরের দেহত্যাগ
৪ শ্রীশ্রীমাতাদেবীর দক্ষিণেশ্বরে আগমন
৫ ষোড়শীপূজা
৬ দেশে আগমন
৭ প্রভুদেবের সহিত শম্ভু মল্লিকের সংযোটন
৮ মাইকেল মধুসূদনের প্রভু-দর্শনে গমন
৯ পারায়ণপাঠ
১০ ডাকাত বাবার কথা
১১ মোদকের বাঞ্ছা পূর্ণ ও স্বদেশে মহাসঙ্কীর্তন
১২ কেশবচন্দ্রে কৃপাদান
১৩ দীনাচার
১৪ লক্ষ্মীমাড়োয়ারীর অর্থদান-প্রার্থনা
১৫ প্রভুদর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন
১৬ কেশবের শক্তিরূপ-দর্শ্ন
১৭ মনোমোহন ও রামের মিলন
১৮ কেশবকে বিশ্বপ্রেমের উপদেশ ও আত্মপ্রেম প্রদর্শন
১৯ রামের দীক্ষা ও সুরেন্দ্র মিত্রের আগমন
২০ বলরামের প্রভুদর্শনে গমন
২১ কুমার সন্ন্যাসী যোগীন্দ্র ও বহু অন্তরঙ্গের আগমন এবং হৃদয়ের বিদায়
১ প্রভুর সহিত রাখালের মিলন
২ দয়াময় রামকৃষ্ণ
৩ নিত্যনিরঞ্জনের মিলন এবং সুরেন্দ্র, মনোমোহন ও রাজেন্দ্রের ঘরে প্রভুর মহোৎসব
৪ নরেন্দ্রের মিলন
৫ ভক্তসঙ্গে খেলা
৬ মহেন্দ্র মাস্টারের আগমন
৭ জনৈকা স্ত্রীলোকের বাঞ্ছাপূরণ
৮ দেব্যাঃ স্তোত্রম্‌
৯ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন
১০ কালের অবস্থাবর্ণন - হরমোহন ও উইলিয়মের আগমন
১১ শশধর তর্কচুড়ামণি
১২ ভক্তদের সঙ্গে রঙ্গ ও সংযোটন
১৩ গৃহী ও সন্ন্যাসী বিবিধ ভক্তের মিলন
১৪ সিঁথির ব্রাহ্ম সমাজে প্রভুর গমন
১৫ শশী প্রভৃতির সহিত ঠাকুরের মিলন
১৬ ভক্তের ভজনা ও অধরের ঘরে মহোৎসব
১৭ বিচিত্র ঠাকুরের বিচিত্র লীলা
১৮ নীলকণ্ঠের যাত্রাশ্রবণে প্রভুদেবের গমন
১৯ ভক্তদের সঙ্গে নানা রঙ্গ
২০ অতুল কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন
২১ শ্যামাপদ ন্যায় বাগীশের দর্প চূর্ণ
২২ জনৈক ব্রাহ্মণকে অভয়দান, গিরিশের বকল্‌মাগ্রহণ অ বিবিধ উপদেশ-প্রদান
২৩ প্রভুর সহিত কালীচন্দ্র, মণগুপ্ত ও পূর্ণচন্দ্রের মিলন
২৪ অবতারবাদ
২৫ প্রভুর জন্মোৎসব
২৬ নবগোপাল ঘোষের বাড়িতে প্রভুর উৎসব
২৭ শ্রীদেবেন্দ্রের গৃহে প্রভুর উৎসব
২৮ ভদ্রকালীগ্রামে প্রভুর আগমন
২৯ বিবিধ তত্ত্বকথা
৩০ ভক্তের ঠাকুর
৩১ সভক্তে প্রভুর পানিহাটী মহোৎসবে গমন
৩২ প্রভুর মাহেশের রথে আগমন